আমার সারাক্ষণ কেবল
নিজের কাছ থেকে
পর হয়ে যেতে ইচ্ছে করে।
আমি ভাবি কি – আমি আর
নিজেকে চিনবো না
নিজেকে দেখবো না
– সরে যাক আমি।
বহুদিন তো একসাথে থাকা হলো
নিজের সাথে
নিজের আলোতে
নিজের অন্ধকারে –
এবার চলে যাই
অন্য কোথাও
যেখানে আমি নেই –
আমার সাথে পাথার দূরত্ব।
ওগো পথিক, তুমি দেখে যাও –
আমার কাছে আমি না থাকলে কী হয়!
ওগো বন্ধু, শুনে যাও –
আমি চলে যাচ্ছি – চলে যাচ্ছি –
দূর পরবাসের কোনো আঘ্রাণ পেয়ে
নিজেকে ছেড়ে।