চিঠি

সায়ন বসু

 

মৃণাল, তোমার মনে পড়ে?

সেদিন বিকেলের শেষ আলোয়

 

নৌকার ওপর আমরা দুজন,

গাছেদের সবুজ ছায়া পড়েছে দিঘির জলে

 

মাঠ-ঘাট-বন-বাদাড় পেরিয়ে ছুটছি

আমাদের কোনো গন্তব্য নেই

দলছুট দুই প্রাণ আমরা।

সুদূরে কোন জেলে ছিপ ফেলে বসে ছিল

 

তোমার মনে আছে মৃণাল?? তারপর

কত মাছ উঠল ওই ছিপে।

ওরাও আমাদেরই মতো ছটফট করছিল

প্রাণভরে বাঁচতে চাইছিল আরো দুদ-।

 

মৃণাল, এভাবেই ভেসে গিয়েছি কতকাল জানি না

মনে নেই কবে ফিরেছি এই ঘরে।

 

আজ যখন সেদিনের কথা ভাবি,

 

সেই কুলকুল শব্দ, তোমার ভাওইয়া সুর…

 

আমি বেঁচে আছি মৃণাল,

বুকের পাঁজরে আজো তোমার গানের সুর বাজে।