হাসান হাফিজ
রঙের দোলা গোলাপ-দোলা আত্মভোলা অাঁধার
নাই জোনাকি চাঁদের আলো
পথের দিশা ভুলতে পারাই
নিয়ম স্বাভাবিক
তোমার রঙে মন রাঙিয়ে অভিমানের আড় ভাঙিয়ে
ভরিয়ে তুলি বিহবলতায়
শান্ত এবং সরল চতুর্দিক
পাপড়িকুঁড়ির স্বপ্নচুরি মনমহলার নিরল পুরী
সকালসন্ধ্যা ওড়ায় ঘুড়ি, মেঘলোকে মন করতে চুরি
নাই কোনো তার তুলনা-ছাঁদ কিংবা
সমান জুড়ি
শস্যবিফল বন্ধ্যা ঊষর জমির মায়া
চেতন-রোদের আবছা ছায়া
অাঁধার অন্ধ অাঁধার, কুঠার-জেদে লোপাট যে বন-বাদাড়
রং ছড়িয়ে মনের মাঝে
স্মৃতি-নির্মেদ দীঘল কাজে
একলা আমি এবং তুমি পুষ্প কোরক ফুটি
জন্ম বৃথা গেলই গেল ভালোবাসার মিলল না থই
শূন্য কাঁখে শূন্য কলস
অপেক্ষাতুর চিরজন্মের ছুটি