ছন্দ

মাহমুদ কামাল

 

ছন্দ আমাকে দেখিয়েছে আলো-পথ

পথের মধ্যে ছিল না পাথরকুচি

খোলা দরোজায় ছিল না নিষেধ রেখা

একজীবনেই জেগে ওঠে স্বকীয়তা।

 

ছন্দ আমাকে নিয়মের মাঝে রেখে

জানিয়ে দিয়েছে এভাবেই শুচি রতি

ছোট এ-জীবনে কেন যে হুলস্থূল!

অনতিক্রান্ত বৃত্তের মাঝে থেকে।

 

ছন্দ আমাকে ঢেউ হয়ে কাছে ডাকে

মিথুন মুদ্রায় চলমান ছবিগুলো

রক্তে রক্তে স্রোতনদী হয়ে ওঠে

তালশাঁস কাঁপে মাত্রাবৃত্তব্যাপে।