শাফিনূর শাফিন
গলায় কাঁটা আটকালে
তার অসিত্মত্ব টের পাওয়া যায়
প্রতিবার ঢোঁক গেলার সময়
কিংবা পায়ে কাঁটা বিঁধলে
যে সূক্ষ্ম বিভেদ খচখচ করে
জানায়, আমাদেরও ছিল নির্মল
প্রসারিত হাসিমুখ
তোমার গোলাপ পরিত্যক্ত দিনে
রেফ-হরফের মতো বৃষ্টিতে ভিজছে
তুমি ও তোমার বর্তমান প্রেমিকা…