ছায়াহীন কবিতা

গাছের পরিধি বেড়েছে অনেকদূর অথচ সময়োপযোগী সদিচ্ছার কাছে আমরা হেরে গেছি। সূর্যের আলো নিয়ে আমার অনেক ভাবনা, আলো সম্বন্ধীয় সেমিনার করার সক্ষমতা নিয়ে অন্ধকারে ঘুরে বেড়াই। ইমেজভর্তি লোক গিজগিজ করছে, প্রত্যেকটা ক্যারেক্টার একটা কলম শেষ করার দাবি রাখে। এমনই অনেক আত্তীগত দৃশ্যের কথা বলার আছে। বলার আছে অনেক রাত অব্দি ছাদে বসে আমি কীসব ভাবি। আশ্চর্য, কথা বলার এত এত কিছু থাকতেও আমাদের কথা হচ্ছে না!