দিগন্তবিস্তৃত আকাশের মতোই
বিশাল এক হৃদয় ছিল যার
শেখ মুজিবুর রহমান নাম তাঁর।
ভেতরে বাইরে অভিন্ন মানুষ
সংগ্রামের নিউক্লিয়াস যিনি
শেখ মুজিবুর রহমান তিনি।
জাতির স্বপ্নের কথা বজ্রকণ্ঠে
অর্কেস্ট্রার মতোই অনুপম ছন্দে
অনুক্ষণ কণ্ঠে বেজেছে যার
শেখ মুজিবুর রহমান নাম তাঁর।
স্বাধিকারের ডিঙিতে চড়িয়ে
স্বাধীনতার জাহাজে জাতিকে তুলেছেন যিনি
স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু তিনি।
স্বাধীনতার মহান সারথি অগ্নিপুরুষ
জাতির দিশারি যিনি
স্বাধীন বাংলার স্থপতি
জাতির পিতা তিনি।
পুনর্মুদ্রণ : দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু
সম্পাদক-আহমেদ সুবীর
শিশুসাহিত্য কেন্দ্র, ২০১৬
Leave a Reply
You must be logged in to post a comment.