অলোক সেন
হাই মারিয়া, এ্যাতো শান্ত কেন?
কে যেন বলেছিল –
আসলে, নাম ছিল শামত্মা মারিয়া।
বাড়ির পূর্ব প্রামেত্ম তার বাসা,
যেবার স্রোতে ভেসে এসেছিল পশ্চিমে –
বঙ্গোপসাগর শান্ত ছিল;
তাকে দেখি হলদিয়া বন্দরে
সমুদ্র শস্যের মতো সংকটে –
ডেকেছিল সে, কথার ইঙ্গিতে, শীতরাতে।
এড়াতে পারিনি,
তাই সংকেতে – ওম্ শামিত্ম বলে
মারিয়াকে পুনরায়
ওহ! মারিয়া, শান্ত দরিয়া …
অপেক্ষায়।
Leave a Reply
You must be logged in to post a comment.