সামাজিক হৃদপিণ্ডের আয়োজনে বাড়িয়ে দেয় অভাব।
অথচ আমরা প্রাণান্ত সমীকরণ খুঁজে চলি বারবার
স্বপ্নভুক পাখির ডানায়। ভেঙে ফেলি সংখ্যার গুণনীয়ক।
স্বপ্নের আয়োজন এসে ভর করে আঁধারের পরিমাপ দেখে।
আর এভাবেই সামনে এসে দাঁড়িয়ে থাকে গুণিতকগুলো
একমুঠো ভাতের অপেক্ষায় আজন্ম সময়ের সমান্তরালে হেঁটে।
মঞ্চের দৃশ্যকল্প থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ আগুনের জিহ্বায়
পা-রেখে ভবিষ্যতের সিঁড়ি ভেঙে চলে পরাবাস্তব ভাবনায়।
এখন সেখানে জ্যামিতিক কেন্দ্র খুঁজে চলে সিদ্ধ ভাতের পাতিলে
জীবনমঞ্চের পরিধির পরিমাপ এঁকে মানুষের নগ্ন পাপাচার।