জীবনানন্দের উদ্দেশে

আহমদ জামাল জাফরী

হায়! তোমাকে রাখবে মনে আগামী পৃথিবী

এ-কথা জেনে দ্বিধা জাগে নাকি মনে?

তবে কেন বুনে যাও স্বপ্ন-ছবি মনে মনে

অন্ধকারে কি মিলায় কখনো পবিত্র হীরক-দ্যুতি?

আকাশের সপ্রতিভ নক্ষত্র অফুরান অগ্নি সুবর্ণের মতো

জ্যোতি নিয়ে আবার অন্ধকার ভেদ করে বিদ্যুতের ঝলকে

ফিরে আসে অনন্ত প্রসারিত আকাশেরই বুকে,

এখন তো তুমি নেই তবু কিছু কিছু মহত্তম বোধ

অনেক মনীষা নিয়ে ইতিহাস খুঁড়ে খুঁড়ে

করছে তোমার ঋণ শোধ।