জ্বালো আগুনের ফুলকি

এমন তো না যে – গালে হাত দিয়ে ভাববো
এবং তোমার ওষ্ঠে লিখবো কাব্য
আর চুপ নয়, দেশলাই ঠোকো সলতেয়
আমি কোনদিকে – সোচ্চারে হবে বলতে

ফুল দিয়ে বড়ো সহজ বলানো মিথ্যা
মায়ারং তার ভনিতায় অভিষিক্তা
ফুলটুল নয়, জ্বালো আগুনের ফুলকি
আগুনের নেই প্রসাধনী রং
ছায়ার ঘোমটা আড়াল, বরং

পুড়ে খাক হয়ে জানাবে ঠিক কি ভুল কি।