তুহিন তৌহিদ
আলোকোজ্জবল ঝাড়বাতি হয়ে ঝুলে আছে
সোনালি ঝুমকা ব্রহ্মা–র তাবৎ সুন্দর নিয়ে।
চুলের গোছার ছায়া ভেদ করে উঁকি দিচ্ছে, যেন
বাঁশের পাতার ফাঁকে চাঁদ। বিচ্ছুরিত আলো
হৃদয় অবধি যায় ছুঁয়ে
এমন শ্যামলমুখ, কী দারুণ কারুকার্যময়! তার মধ্যে
ফুটন্ত গোলাপ, বিকেলের রোদছটা, ঘোর কাটছে না …