সমরেশ মুখোপাধ্যায়
ভাঙা কাচের টুকরো বিঁধে আছে
যেদিকেই ফিরি
রক্তের ঝরনারা নুড়ি-পাথর ধুয়ে ধুয়ে
জমাট বাঁধে
কালো কালো সুতোয় জড়ানো রাত্রি
এত্ত বড় ভবিষ্যতের ঝুড়ি…
একের পর এক ডিম ফাটাই
ডিম ফাটাই রোজ…
সমরেশ মুখোপাধ্যায়
ভাঙা কাচের টুকরো বিঁধে আছে
যেদিকেই ফিরি
রক্তের ঝরনারা নুড়ি-পাথর ধুয়ে ধুয়ে
জমাট বাঁধে
কালো কালো সুতোয় জড়ানো রাত্রি
এত্ত বড় ভবিষ্যতের ঝুড়ি…
একের পর এক ডিম ফাটাই
ডিম ফাটাই রোজ…