টান

মিতুল সাইফ

 

তবে আর আমি কেন

কেন তবে আমি?

এ-পাড়ার কেউ বাকি নেই।

সেইসব বুনো গন্ধ আমি চিনি।

যারা টোলপড়া তোমার দিঘিতে

ধুয়ে যায়, ফের আসে

তারা তো তোমার আমন্ত্রিত।

এই রাত্রিগুলো

তুমি পুষে রাখো।

তবে আর আমি কেন

কেন তবে আমি?

তবু খুব মায়া লাগে, আর

নড়ে ওঠে মন।

চেয়ো না অবাক চোখে যখন-তখন।