তখন চুম্বন

অরুণাভ সরকার

এখানে এখন রোদ। তোমার ওখানে বৃষ্টি?
আদিতে একটু বৃষ্টিও ছিল না কোথাও
ছিল শুধু রোদ আর অন্ধকার;
কিছু পরে মেঘ। মেঘ সমস্ত আকাশ জুড়ে
মেঘ থেকে বৃষ্টি
পৃথিবীতে প্রথম বর্ষণ
বর্ষণে বর্ষণে নদী, হাওর, সাগর;
সাগর থেকে মেঘ আর মেঘ থেকে বৃষ্টি।
প্রথম বৃষ্টিপাতের মতো
চলে এসো তুমি
এসে সমস্ত রোদ ঢেকে দাও
শিরায় শিরায় বয়ে যাক
নদীর প্রবল ধারা
তখন চুম্বন করি আলো-অন্ধকারে।

Published :


Comments

Leave a Reply