মারুফুল ইসলাম
তথ্যচিত্র বানিয়েছ স্মৃতির সেলুলয়েডে
চোখের ক্যামেরা জানি সবচেয়ে ধারালো গভীর গতিময়
তার চেয়ে মূল্যবান এই মন
যাকে তুমি কখনো কখনো হৃদয় বলেও সম্বোধন করো
সংশপ্তক পড়ে থাকে কুরুক্ষেত্রে
অশ্বখুরে ধুলো ওড়ে গেরুয়া বাদামি
একদিন এইখানে রথ ছুটেছিল
আজ ছোটে রেলগাড়ি ঝমঝম ঝমঝম
হুইসেলে দুলে ওঠে স্মৃতি আর বিস্মৃতির মসলিন-পর্দা
দেখি তো কী ছবি এঁকেছ স্মৃতির ক্যানভাসে।