(কবি ও সম্পাদক আবুল হাসনাত স্মরণে)
অক্সিজেনের মিটারে
ক্লান্ত চোখ রেখে রেখে
বিপন্ন পাখির উড়াল
ভোরের হাওয়ায়
ছায়াময় ভুবনডাঙায়
একবারও মনে পড়েনি
প্রিয় কন্যা, প্রিয় জীবনসঙ্গী
বাঁচবে কার ছায়ায়?
থরে থরে সাজানো বইপত্তর
দেয়াল মোড়ানো চিত্রকলা
ঘরময় নীল বিষণ্নতা ছড়ায়
ভুবনডাঙার মেঘ ভালোবেসে
আপনি আছেন ঘুমের আবেশে
সাহিত্য ও শিল্পের বিশাল চত্বর জুড়ে
শূন্যতার হাহাকার বুকে নিয়ে ঘোরে
মাতাল ঋত্বিক শিল্পী সাহিত্যিক
খুঁজে পাবে না আর জেনেও খোঁজে
নক্ষত্র-সম্পাদক, আপনাকে
ধ্যানী জ্ঞানের স্পর্শ-প্রত্যাশায়।