চাবুকের মতো আছড়ে পড়েছ তুমি

যদিও আচ্ছন্ন হয়ে আছে তুকতাক, ঘোর কৃষ্ণরাত 

কোমর অবধি পোঁতা দেবদারু, হোমোসেপিয়ান্স আর

গন্দম ফলের ঘ্রাণে ধেয়ে আসছে নারী মৌমাছির ঝাঁক।

পুরুষেরা অনুগামী। যেন স্বর্গের চাতালে লতিয়ে উঠছে ঝাউগাছ। 

আশীর্বাদ নাকি অভিশাপের মতো গড়িয়ে নামছে রাত। গুহার 

চিত্রের মতো ফেনিয়ে উঠছে চাবুকের দাগ। 

কে জানে কত রিচুয়াল এসে মিশে গেছে। কত কত পুরাণ

বিশ^াসের মতো গেঁথে আছে শতাব্দীপ্রাচীন অন্ধকারে।

তবু ঝড় ওঠে। ঝেঁটিয়ে উড়িয়ে নিয়ে যায় বর্জ্য ও পতিত পাতাদের। 

ঝড় থেমে গেলে প্রতিটি আড়াল থেকে বেরিয়ে আসে আলো। কেমন 

নেতিয়ে যায় অন্ধকারাচ্ছন্ন শতাব্দীপ্রাচীন ইতিহাস।