আবসার হাবীব
তর্কের আকাশে অনেক ঘুড়ি উড়িয়েছি
কাটাকাটিতে কেউ পারে কেউ পারে না
আমিও তার ব্যতিক্রম নই,
আমি মানুষ, জয়-পরাজয় মানি
মিথ্যাকে মানতে পারি না
অহংকে মানি, অহংকারীর জন্য শুধু হৃদয়ে পুষি
থুথু, ঘৃণা আর ক্রোধের আগুন
তর্কের আকাশে আমিও উড়িয়েছি অনেক ঘুড়ি
একমুহূর্তও কেউ ভাবে না
বিশ্বাসে মিলবে
আকাশছোঁয়া বিশ্বাসের আলোকবর্তিকা
তর্কের আকাশে অনেক ঘুড়ি
ভোঁ-কাট্টা দেখা হয়নি এখনো অনেকেরই
তাই তো পৃথিবী ভরে উঠেছে এতো জঞ্জাল-মানুষে
সত্যের জয় দেখার জন্য এখনো জেগে আছি