যে-দৃষ্টিতে তাকালে অঝরে মন্ত্রবাণী ঢেলে দেয় নিষ্ফলা আকাশ
সে-দৃষ্টিতে তাকাও একবার
যে-দৃষ্টিতে তাকালে রাত সেও বনে যায় রমণীয় চুলের বিস্তার
সে-দৃষ্টিতে তাকাও একবার
যে-দৃষ্টিতে তাকালে পাখির ঝাঁকের মতো স্বপ্নেরা বাড়ি ফিরে আসে
সে-দৃষ্টিতে তাকাও একবার।
বাগানের ফুল নয়, আত্মার গহন থেকে রং তুলে দাও
মস্তকপ্রসূত প্রেম নয়, অকৃপণ রোদ হয়ে ছুঁয়ে ছুঁয়ে যাও
তাকাতেই প্রেমে পড়তে ইচ্ছে করে সতীদাহে ঝাঁপ দেওয়ার মতো
তাকাও একবার তুমি, সেই দৃষ্টিতে তাকাও একবার।