তিনি আছেন

ইকবাল আজিজ

 

মহাকালের ওপার থেকে গান গেয়ে যান ভিন্ন স্বরে

তিনি আছেন পথের ধুলোয় মনের বনে।

মানুষ যখন ব্যসত্ম থাকে অনেক কাজে –

তিনি থাকেন শামিত্ম হয়ে সবার মাঝে।

তিনি আছেন দুঃখের মাঝে গরিবঘরে

ভাগ্য যখন ভাঙতে থাকে সকল কথা

আরো অনেক আকুলতা মনে পড়ে।

 

বিশ্ব যখন শূন্যমাঝে লুপ্ত ছিল

তিনি ছিলেন শূন্য হয়ে –

তারপরে সব িআঁধার গেল আলো হলো

তিনি তখন আলো হলেন;

তিনি তখন বিশ্বমাঝে ছড়িয়ে দিলেন আপন বিভা

হয়তো বিকাশ সৌরঝড়ে –

হয়তো বিকাশ বস্ত্ত ঘিরে।

লক্ষ কোটি অগ্নি জ্বলে তপ্ত ঘরে

হয়তো বিকাশ সারাটা কাল শূন্য জুড়ে জীবন ঘুরে –

তিনি ছিলেন সবার মাঝে সকল কাজে

হয়তো যেদিন প্রাণের আভা ছড়িয়ে গেল সাগরজলে

তিনি ছিলেন প্রাণের ছলে।

 

মানবজাতির শ্রমের মাঝে ইতিহাসের পদধ্বনি –

তিনি আছেন সকল শ্রমে একটু যেন আলোর খনি।

তিনি আছেন আপনমনে একা-একা –

আশায় থাকি হয়তো পাবো গভীর ধ্যানে তাঁহার দেখা।