তুমি গুপ্তধন

মাহমুদ কামাল

 

খুঁজে খুঁজে যা পেলাম তা প্রার্থিত শরীর নয়

একটি কংকাল

ওই কাঠামো থেকে নিঃশ্বাস বেরিয়ে গিয়ে

সৌন্দর্যের নিসর্গ-নিচয় শিকড়ে প্রোথিত।

মাটি খুঁড়ে কেউ পায় সোনাদানা তেল কিংবা তিল

দু-বুকের চিরচেনা তিল খুঁজতে গিয়ে

যে-কংকালটি মাটি স্ফুরে এলো

লাবণ্য-লতিকা আর তিলের প্রান্তিকে

অন্বেষণে যা পেলাম তার প্রতিস্থাপনায়

অন্য এক ছবি।

আলোক চিত্রণের বিপরীতে থাকো বলে

তুমি শুধু তুমি নও তুমি গুপ্তধন

ব্যাপ্ত নও বলে তাই পার্থিব জীবনে

পৌনঃপুন্য তবু তোমাকে পায় না খুঁজে

সকল লৌকিক।