তুমি ভালো থেকো শকুন্তলা

প্রকৃতি দিনরাত চেষ্টা করে চলেছে

মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টি হোক,

তার মতো সান্ত্বনা হয়ে নির্জনে নিজেকে

মেলে ধরুক … সূর্যোদয় কিংবা সূর্যাস্তের

গোধূলি শিখুক; শৈলশিখরে দৃশ্যমান

সূর্যের উদয় মুহূর্তে ক্ষণে ক্ষণে

আকাশে যে নান্দনিক দৃশ্যের সূচনা হয়

মানুষ তা নিজের জীবনে অনুবাদ করে

প্রতিফলনের আনন্দে লোকজ জীবনে

বাস্তবায়িত করতে শিখুক;

প্রিয় শরীরের ভাঁজে ভাঁজে লালনের

গান হয়ে ফুটুক, ফুটুক; বৃষ্টি পতনের

যে শব্দাবলি মানুষের জীবনে তা

সঞ্চারিত হোক … গ্রথিত হোক সংবেদনশীল

মানবানুভূতি … ভোরের

প্রথম আবহে তৈরি শান্তিনিকেতনের

ছাতিম তলার সেই আলোর বীণাটি

সকালের ঘরে ঘরে, মনে মনে

অন্তর আকাশে পৌঁছে যাক নতুন মাত্রায় …

তুমি ভালো থেকো  শকুন্তলা সেদিনের

কথা ভেবে …