তোমার বাড়ির টিনের চালে মেঘ টলমল করে
আমার বাড়ির উঠোনে তা আয়না হয়ে ঝরে
আমার বাড়ির ফুলবাগিচায় তোমার বাড়ির অলি
গুনগুনিয়ে গানের সুরে জড়িয়ে ধরে কলি
তোমার বাড়ির দামাল বাতাস আমার বাড়ির ঘাসে
মনের সুখে চিরল দাঁতে খিলখিলিয়ে হাসে
আমার বাড়ির কইতরেরা তোমার বাড়ির খোপে
মনভোলানো বাকুম বকে পেখম-মেলা রূপে
তোমার বাড়ির পুকুর-জলের ছলাৎ করা ঢেউ
আমার মনে আছড়ে পড়ে কেউ জানে না কেউ
আমার বাড়ির বকুল ডালে তোমার টিয়া পাখি
মন-উচাটন দুপুর বেলা উদাস করে আঁখি
তোমার গাছের কোকিলেরা আমার গাছের ডালে
উতল মনে আগুন জ্বালে ফাগুন-রাঙা লালে
আমার বাড়ি রোদ উঠলে মনটা তোমার পোড়ে
আগুন-চাপা ছাইয়ের নিচে আমার হৃদয় ওড়ে
তোমার বাড়ি আমার বাড়ি মধ্যিখানে দুঃখ
দুজন চাখি লোহুয় মাখি উথাল-পাথাল সুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.