রাত বাড়ে কিন্তু ওরা ঘুমাতে যায় না

রাত আরো বাড়ে

ওরা হাঁটে এ-ঘর থেকে ও-ঘরে

ও-ঘর থেকে বারান্দায়

বারান্দা থেকে আবার অনেক ভেতরে

ওরা হেঁটে বেড়ায়। ঘুম যায় না!

গভীর অন্ধকার ডিম লাইটের অস্পষ্টতার সাথে

মিলেমিশে ঘন এক আবেগের জন্ম দেয়

এলোমেলো বুকের ওপর গরম নিশ্বাস পড়ে

তারপর একসময় কথা শেষ হয়

নড়াচড়া থেমে যায়

ওরা দুজন ঘুম যায়!

ঘুমের ভেতর ওরা হাত ধরাধরি করে

দাঁড়িয়ে থাকে একটা মখমলের চাদরের ওপর

মেঘ পিছে ফেলে চাদরটা ভেসে চলে যায়

এক ঘনঘুম স্বপ্নের দেশে!

Published :

,

Comments

Leave a Reply