আমার দুয়ার থেকে উড়ে যায় কত যে ফাগুন
জানি দহনের চেয়ে বড় নয় বাহ্যিক আগুন
খসে পড়ে উল্কার মতন
ভেতরের তোলপাড়, প্রাণশক্তি, প্রাণের স্পন্দন
রাত্রি আর দিনের শপথ
কিভাবে ভঙ্গুর হয় উপছায়া, পঙ্কিল দ্বৈরথ
ধ্বস্ত হয় ‘মূক অন্ধ মৃত্তিকার স্তর’
সারসার লাশবাহী বিমূর্ত কবর
অতঃপর তুমি যাবে বৃন্দাবনে?
আকস্মিকে পাড়ি দেবে নির্বাণ সন্ধানে?
কিংবা যাবে ধ্যানে, শুভ্রবস্ত্র মনোবিকলনে
দেখবে যা কিছু অন্তর্লীন, অন্তর্দৃষ্টি খুলে!