দাগি

শামীম আজাদ

 

দ-প্রাপ্ত দাগির মতো

ভিন দেশে

ভিন্ন সিথানে শুয়েও

চমকে থমকে উঠছি

বাংলাদেশের বিবিধ সময়ে।

 

দারুণ এক অভ্যাসের দায়ে

জন্মদাগে বারংবার

অশ্রুত গান্ধারে স্পৃষ্ট হচ্ছি

আঘাতে আঘাতে কেঁপে  উঠছি নিরন্তর।

 

কান থেকে গহনা ছুড়ে ফেলেছি

নির্ধারিত সেইসব ক্ষণ, সময় ও তারিখে

সুস্পষ্ট শুনছি ওই দূরের রক্তচাবুকের শব্দ

আর ছলকে উঠছি পরিযায়ী প্রাণ।

 

যেন নিয়মিত পেন্ডুলাম এ-ঘড়ির,

তার কাজ হাওয়া ফুঁড়ে যাওয়া –

তার কাজ দেহখানি করে দেয়া ওপাশ-এপাশ।