দাসপ্রথা ফিরে আসে

মোস্তফা তারিকুল আহসান

লালনের মতো মাথার ভেতরে পোনা মাছ
লাফালাফি করলে
খুঁজে ফিরি আমার টেবিলে ল্যাপটপ

তখনই মনে পড়ে ওটা আজ রেখে এসেছি অফিসে
সারাবাড়ি তন্নতন্ন করে খুঁজি কলম
পুরনো কবিতার খাতা
কোথাও কিছ্ছু নেই
মেয়ের স্কুলের খাতা টান দিয়ে নিতে
সে ছোঁ মেরে তার খাতা কেড়ে নিয়ে যায়

গালে হাত দিয়ে ভাঙা একটা পেনসিল
নিয়ে বসে থাকি টেবিলে
মাছের পোনারা পালায়
চোখে তন্দ্রার ভাব আসে
বউ খিটমিট করে ওঠে রাগে

আমি ফিরে আসি পুরনো আস্তাবলে

Published :


Comments

Leave a Reply