দুচোখ যেদিকে যায়

পারভেজ চৌধুরী

 

তোমাদের এ-শহর ছেড়ে চলে যাবো আমি, দুচোখ যেদিকে যায়

আকাশ, দূর বনানীরেখা যেদিকে তাকাই চলে যেতে ইচ্ছে করে।

তোমাদের চক্রান্ত, তোমাদের লোভ কিংবা নির্লজ্জ শরীরবাদী আলোচনা

আমাকে দুঃখদগ্ধ কাতর হরিণীর মতো করে তোলে।

মোতাদের এ-শহরে আমি নির্ঘুম থাকি, মাঝরাতে ঘুম ভেঙে যায়

মনে হয় সারা শরীরে জড়িয়ে আছে মাকড়শার জাল

আমার দম ফুরিয়ে আসে। ধনুকের মতো কেবলই বেঁকে যেতে থাকি।

 

তোমাদের এ-শহরে আমার মনভরা আলো নেই

মেঘ-রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা নেই

চারিদিকে কেবলই ধ্বংসের মরীচিকা।

তোমাদের এ-নগরে লাবণ্য সব কালো বরফ হয়ে যায়

নষ্ট চাঁদ আলো ছড়ায় যত্রতত্র

সঙ্গমপ্রিয় সম্পর্কে মিছে উল্লাস

নকল পাখির বিকল গানে বিষাক্ত হয়ে ওঠে প্রতিটি সকাল।

তোমাদের এ-শহর আমার নয়

কখনো হলো না, হবে না কোনোদিন।

তোমাদের এ-নগর ছেড়ে নিখোঁজ হবো আমি

দুচোখ যেদিকে যায়…