কামাল চৌধুরী
পরবাস
রাত্রিই আরাধনার শ্রেষ্ঠ সময়
বলো, কবিতাকে বলো
শীত রাত্রি আমি ঘুমিয়ে পড়িনি।
বসন্ত আমি জেগে আছি
হে গ্রীষ্ম হে অসহ্য উত্তাপ
তোমার ঘামের গন্ধে আমার কবিতা
ফিরে আসছে প্রতিদিনকার পরবাস থেকে
এসো দিগন্ত, এসো কবিতা
আঙুরের নেশায় ভুলে যাওয়া জীবন
এবার জাগো
পরবাস থেকে ফিরে আসা কবিতা
এবার চিৎকার করো
বাতাসের পান্ডুলিপি হাতের মুঠোয় ধরে আছি
একলক্ষ ইঁদুরের চিৎকারে যে-কাঁথা শতছিন্ন
সে আমাকে সুইসুতো হাতে ডাকছে
আর মৃত্যুহীন যে-পাখি, যে আমার ডানা
সে সমুদ্রের ওপর দিয়ে উড়ছে
এসো দিগন্ত, এসো কবিতা।