দুয়োরানির খোকা

দেবাশিস লাহা

হাতের মুঠোয় অষ্টাদশী মেঘ,
মাখছে মাটি তবু দুটো পা,
চোখের নিচে বাউন্ডুলে স্বেদ;
দিন ফুরোলেই নদীর জলে ঘা –

ওপার জুড়ে রাত নেমেছে আজো
নদীর জলে আংটিপরা মুখ,
এপার জুড়ে আঁধার হলো শুধু
এপার জুড়ে কান্না হওয়ার সুখ –

ওপারটা তাই সুয়োরানির কোল,
চোখ পিটপিট সোনার বরণ ছা,
এপার আজো দুয়োরানির খোকা,
আঁধার বেড়ে পালিয়ে গেছে মা