মারুফুল ইসলাম
দুপুরের বিষণ্ণ নূপুর থেমে গেলে
নিজের গভীরে ডুব দিয়ে ছুঁয়ে আসি
পাতালের সিক্ত মাটি
ধরিত্রীর যোনির দেয়ালে জমে থাকে
শ্যাওলার বিস্তার
অলস দিবস কাটে, অলস রাত্রিও পাখা মেলে
উড়ে যায় দূরের আভাসে
ভেজা অন্ধকারের শরীর থেকে
মৃতের দুর্গন্ধ পাই
তবু কোথাও কেউ এখনো কারুর নামে
জ্বেলে রাখে নিষ্কম্প প্রদীপ
দিন কাটে, রাত্রি পাখা মেলে
দূরের সংকেতে।