(শ্রদ্ধেয় আবুল হাসনাত স্মরণে)
আষ্টেপিষ্ঠে বেঁধেছিলে বলে সার্থক এ-জীবন
তোমার চারিদিকে ঘুরেই ফিরেছি
তোমাকে দেখি আর মনে মনে ভাবি
কিভাবে আমাকে তুমি গ্রহণ করেছিলে?
ভোরের আলোর মতন তুমি উদার আকাশ
তোমার সৃজনে ওঠে পাতার ঝংকার
ওঠে ঝড়, তোলপাড়, জেগে ওঠে বজ্রবিদ্যুৎ
দীপ্ত সোচ্চার শুনি জীবনকথায়।
তোমার কল্পনাশক্তি আজো দোলা দেয়
তোমার স্বপ্নদৃশ্যে ওঠে কালি ও কলম
যখন চারপাশে জেগে ওঠে তুমুল আলোড়ন
তখন লেখার টেবিলে দেখি আশ্চর্য সরণি।
আষ্টেপিষ্ঠে বেঁধেছিলে বলে শরীরের ডানায়
সব রং পূর্ণ করি তোমার ওই ধ্যানস্থ জীবনে
শিল্পিত সময়ের কাছে আজ কত ঋণী দৃশ্যের ভেতরে দৃশ্য জন্ম নিক বাস্তব পৃথিবী!