নচিকেতা

রেজাউদ্দিন স্টালিন

বেদনার বেলাভূমি – আইলান ফেরা তো হলো না,

পেছনে স্বদেশ ডাকে অদূরেই মিথ্যে প্রণোদনা।

একবার এই ডাক শুনেছিল সফোক্লিস কবি,

আর যত অভিবাসী হেরাক্লাস ট্রয়ের বিপস্নবী।

 

পিতা মাতা পোতাশ্রয় ভেঙে দেয় ভূমধ্যসাগর,

ফেনার রাজ্য থেকে ফিরে আসে হেডিসের স্বর।

ফরাসি তাঁবুর নিচে সুপ্ত ছিল স্বপ্ন বহুদিন,

সন্ত্রাসের চিৎকারে জেগে ওঠে জনমানবহীন –

চরাচর; আইলান দাঁড়িয়েছে গোধূলি ছায়ায়,

সামনে পেছনে তার মৃত্যুকলা চূর্ণ হয়ে যায়।

 

এজিয়ান চেয়েছিল – ফিরে যাক আইলান-সোনা,

ক্ষুব্ধ প্রতিধ্বনি – সবাইকে ফেলে একা ফিরব না।

পৃথিবীর শেষতম শিশুটির শোণিত প্রবাহ,

ঘরহীন মানুষের আর্তস্বর খা-বদাহ –

ফুঁসে ওঠে শীর্ষনাগ-তরঙ্গিত শিখার ভিতরে;

আর কত অকাতর আত্মাহুতি সমুদ্র জঠরে?

 

উপরে আকাশ নিচে পিতৃভূমি পূর্বপুরুষের,

যমের দুয়ার থেকে ফিরে এসে আইলান ফের –

ত্রাতা হবে, সব মানুষের মনে আগুনপ্রণেতা;

মধ্যপ্রাচ্য-ইউরোপ-এশিয়ার শ্রেষ্ঠ নচিকেতা।