মারুফ রায়হান
নীলিমা তখনো পরেনি নীলাম্বরী
বায়ু আর জলে চলছিল বোঝাপড়া
এসে পড়ল সে-তারকা স্বয়ম্বরী
সে এক নবীন আলো জমকালো
পুরুষ প্রকৃতি আর কে কে চমকালো
কোন কোন পাড়ায় শুরু হলো ঢি-ঢি পড়া
অপেক্ষমাণ মাটি ও পাথরে
মূক নিশ্চলে জাগলো জবান
নন্দনবনে ফোটে শোভা থরে-থরে
পৌরুষ কেন পরশ্রীকাতর
ঈশ্বরী কেন হে অভিমানিনী
কেন কবিবর তুমিও জানোনি!
স্বাধীনার সাড়া পেলে না কতো যুগ
এইখানে কভু থামে না হুজুগ
স্মৃতির মিনার সেই থেকে এক ঠায়
কার প্রিয় কাজ প্রতিভা শিকার
রূপমোহে মজে গুণ অস্বীকার!
মহাকাল জানে নভেরা নেভেনি