নয়া বছরের চিঠি

নয়া বছরের হাওয়া এসে লাগছে আমার এ-গতরে

আমিও তো ভুলে যেতে চাচ্ছি ফেলে আসা সব গত রে

কিন্তু পাচ্ছি কোনো পার কী

কিছু সুখ ভাসছে যে মনে ভালোবাসামোড়া –

               তাতে অবশ্য কার কী

কিন্তু ছুটে যেতে চাই

সঙ্গ কারো পাই বা না-পাই

উতলা বৈশাখ বিজু সাংগ্রাই বিষু চাংক্রান

বেচইন করে টানছে আমার প্রাণ

তবে যাবো না কোথাও –

তোমাদের জানাই প্রণাম

আমি ছাড়া সবকিছুর এখন খুব দাম

ভালো থেকো বৈশাখের গান

                বিজু সাংগ্রাই বিষু চাংক্রান

খেয়ো কাঁচাসুপুরির সঙ্গে ছওদি* দিয়ে

মহেশখালীর মিহিপান …

(* ‘ছওদি’ একটি আঞ্চলিক শব্দ। এর অর্থ পানে খাওয়ার চুন)