নাগরিকপঞ্জি

যেন অকালদণ্ড

দুলছে দোলনায়

তীরে গাছগুলি ঝাপটায় ডানা

উড়ন্ত কদম্বরেণু বাতাস উজাড় করে

আঁখি তোমার ঢুলে আসে ঘুমে

অলাতচক্রের মধ্যে ঝাঁপ দিলো কে?

মহাদেশ মহাকাল ভেসে যায়

ফুলগুলি ঝরে – শিউলি দোপাটি

ব্যারিকেড পার হলে

বিপুল আনন; চোখদুটি জ্বলজ্বল করে

যেন অকালদণ্ড

দুলছে দোলনায়!