নাচনি

নির্মল হালদার

 

আঁখি তো নয় বাঁশি গো বাঁশি

তোকে দু’চোখে ভালোবাসি –

অপমানরে অপমান

ছুঁড়ি পালায়ছে বাসাল বেটাকে নিয়ে

ছুঁড়ি পালায়ছে কলিজা নিয়ে

আমি ম’রেও বেঁচে আছি বাঁশের ছায়ায়

 

বাঁশ ছাড়তে আমি নাই পারলি, যদি

রস নিংড়াতে পারি, যদি

আরেকবার বাঁশবন থেকে বাঘ হ’য়ে

বেরাতে পারি, যদি

ভালোবাসাকে করতে পারি হালুম,

তোদের খাওয়াবো দু’পুয়া দুধ

 

দুই

কুলগাছের তলায় অপেক্ষা করছে বিশাখা

কবে আসবে পাখিরা

 

রোদ আসে ছায়া আসে

অপেক্ষা করছে বিশাখা

 

বৈশাখ আসে শ্রাবণ আসে, প’ড়ে থাকে

চুলের কাঁটা

 

অপেক্ষা করছে বিশাখা

পাখিদের গলায় গান তুলবে

 

পাখিরা কই গান তো আছে :

চালের উপর লাউ ফুলটি কেমন দেখাচ্ছে

তোরা দেখ দেখলো কে কেমন খোঁপা বেঁধেছে