নাভির উঠোন ছুঁয়ে


হেনরী স্বপন

অবাক বাসর ঘরে, কীট আর আরশোলা বাস করে
এ কেমন সংসার পেতেছ, কুমিরের ঘর ভাঙা ঝড়ে?
ব্যাকুল বাতাস, কখন ধানের ক্ষেতে করে ওড়াউড়ি?
যখন আড়ালে চিতাবাঘ হয়ে ওঠে হৃদয়ের ঘুড়ি।

আঁজলায় ভরা জল তোলপাড় করে হাওয়ার কামড়ে।

চুম্বন এঁকে দিয়ে যায় বুঝি কেউ? অবগাহন ধুয়ে
অভিভূত সেই ঝড় বয়ে যায় নাভির উঠোন ছুঁয়ে।