অসীমকুমার বসু
নিঃসঙ্গতার সঙ্গে প্রায়ই মিশে থাকে
অভিমান ও অহংকার,
সে কারণেই নির্জন টিলাটির উদাসী সৌন্দর্য আমাকে টানে।
বৈশাখে মনে হয় রুদ্র তাপস
বর্ষায় ভিজে যাওয়া ত্যক্ত পুরুষ
নির্জনতার লোভে জঙ্গল নদীতীর থেকে এতো দূরে
একা আকাশের নিচে
মেখে নিচ্ছে রোদ্দুর, ভোরের বাতাস।
কোথাও যাওয়ার নেই, ব্যস্ততা নেই কোনো
কেবল নিজস্ব ভাবনা নিয়ে, অহংকার নিয়ে
নিজস্ব দুঃখ ও স্মৃতির ঐশ্বর্য নিয়ে মগ্ন হয়ে থাকা।
নির্জন টিলাটি তাই অমোঘ আকর্ষণে
আমাকে ক্রমাগত তার দিকে টানে।
Leave a Reply
You must be logged in to post a comment.