তোমার পদধ্বনির ভারে টলে গেল

ব্রহ্মাণ্ডের নীরবতা

সশব্দ বাজলো বুকে মৃত্তিকার

প্রবল আর্তনাদের গান

মাটি চিরে হুড়মুড়িয়ে ঢুকে যাচ্ছে

অনর্থ প্রলাপ

কোথায় লুকানো হৃৎপিণ্ড

সেইখানে চোরাছন্দে

বেজে বেজে অর্থ পাবে বলে …