নিরাভরণ

দুলাল সরকার

 

তুমি পুষবে আগুনছানা

টাপুর, টুপুর –

আমি খুঁজব জলের পরাগ

ভরা দুপুর;

 

তুমি চাইবে মালাবদল

ঘরের নিশ্চিত

আমি খুলব রোদের অাঁচল

হাতের নূপুর,

 

তুমি চাইবে পরাগায়ণ

পতঙ্গমুখ –

আমি বলব আকাশভরা

অতিথিপাখি জলের পুকুর,

তুমি চাইবে সদলবলে দেহপূজা

আমি চাইব অন্তরাত্মা, পাখির বাসা

অরণ্য নীল;

তুমি চাইবে মেঘের পাশে চাঁদের রেখা

একটু মায়া,

আমি খুঁজব হরিণছানা, পাহাড় ঢালু;

 

তুমি বলবে, ঘরে চলো –

পড়ন্ত রোদ, ক্লান্ত বিকেল

আমি বলব, বাহির ভালো, খোলামেলা

নিরাভরণ, নিরাভরণ, পাখির ডানা –