নির্মাণ

শারদুল সজল

আমার বুকের হাড় দিয়ে পৃথিবী গড়েছে
সভ্যতার প্রথম হাতিয়ার
বিস্ফোরিত সূর্যের অতল গহবরে – রোদরঙের
পরস্পর হাওয়ায়…

আগুন, তুষারপাত – যুদ্ধ ও দ্রোহের মধ্যে দিয়ে
আগামী পৃথিবী অতীত
আর অতীত আগুনে এই বিদগ্ধ পৃথিবী
খুঁজে ফেরে কয়েকশ’ ভবিষ্যৎ
জেগে ওঠে সভ্যতার উদারতন্ত্র
চারদিকে, মানুষ ব্যাকুল রেসে – কৌশলে
টেনে চলে সূর্য ও চাঁদকে ঘরবন্দি করার
আপন নিশ্বাস
নৈঃশব্দ্যে –
তুমি-আমি অভিযোজিত পৃথিবীর
বিশ্লেষিত নির্মাণ…