মিঠুন রাকসাম
মাঝে মাঝে ওপর থেকে ছেড়ে দিতে হয়
কাচের বাসন – ভরাট ব্যাংক
দেখতে হয় কীভাবে ফাটে – কীভাবে ভাঙে
শুনতে হয় ফাটার সুর – ভাঙার ছন্দ
প্রিয় কোনো পাত্র হলে – পতন জমে ওঠে
পাত্রের মালিক যেই হোক – জমে ওঠে চূর্ণপাত্রকণা
কাচ বা মাটির পাত্র মেয়েদের প্রিয়
সহজেই ফাটে বা ভাঙে বলে ছেলেরা খোঁজে লোহা
কিন্তু কাচপ্রিয় মেয়েলোকের কাছেই ঘেঁষতে হয় ছেলেদের
যেহেতু কাচ বা মাটি ভঙ্গুর
কিন্তু পতনের শব্দ মধুর।