বিছানো রয়েছে পথ বহুদূর অবধি সর্পিল

পাহাড়ের ঢাল বেয়ে গিয়েছে যে নদী

তারই কোলঘেঁষে – প্রকৃতি ও মানবনিবাস

                    গেছে বহুদূর অজানায় –

তারপর নদী ও পাহাড়ের কোল তাকে

        স্বপ্নের মতো করে নিয়েছে জড়িয়ে

বহুদূর মেঘের ওপারে;

আমরাও হেঁটেছি কত জীবনের অনিকেত পথ

হারিয়েছে সেই দিন জ্যোৎস্নার মিথ্যে কুহকে!

শৈশবের আলপথে হেঁটে হেঁটে কেটে গেছে 

যেই রঙধনু দিন – ছিল বকুলবিছানো পথ, 

তারপর আরো বহুদূর বন

      জীবনজুড়েই ছিল আঁকাবাঁকা কত পথ

কত দিক – আলো ও মেঘের মতোই

তার গায়ে লেখাজোখা ছিল কত কী যে!

সেইসব স্মৃতিময় ফিনফিনে দিন

        আলো ও মেঘের ছায়ায় ছিল লেখা –

আজ তারা গিয়েছে কোথায় কোন মেঘের ওপারে!