পদ্মা সেতু-বিষয়ক পদ্য

এহ্সান মাহ্মুদ

 

পত্রিকায় খবর বেরিয়েছে : তোমার-আমার সম্পর্ক পদ্মা সেতুর মতো অনিশ্চিত

 

ঋণ দেয়া নিয়ে বিশ্বব্যাংকের টালবাহানায়

অর্থমন্ত্রীর কপালে চিন্তার ভাঁজ।

সরাসরি তোমার কাছে আপিল করেছি।

 

জাতিসংঘ এবং বিশ্বব্যাংক প্রধানের বিবৃতি জানার পরে

তোমার বন্ধুর কাছ থেকে উদ্ধার করেছি

প্রথম চিঠি।

বৈদেশিক সহায়তা প্রত্যাখ্যান হওয়ার পরে

নিজেই এসে দাঁড়িয়েছি ছাত্রী হোস্টেলের গেটে।

প্রয়োজনে বৃদ্ধ দারোয়ানকে দশ টাকার একটি নোটের বদলে দুটি দিতে রাজি আছি

সন্ধিপত্র স্বাক্ষরে পর্যাপ্ত সময় যাতে পাওয়া যায়

ওয়েটিং রুমে।

 

ভরদুপুরে বুলেটিন প্রচার করে দেবো আমাদের সেতু নির্মাণের খবর।

হলগেটে থেকে রিকশা নিয়ে দুজনে বেরিয়ে যাবো উদ্যানের পথে

উদ্বোধন মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করবো সেতু নির্মাণের ইতিহাস

অবাক চোখের বিশ্বনাগরিকবৃন্দের দিকে তাকিয়ে

আমার হাতে হাত রাখবে তুমি

তুমুল করতালিতে সবাই সেলিব্রেট করবে

পদ্মা সেতুর মতো নিশ্চিত তোমার-আমার সম্পর্ক।