পদ্য-গদ্য

রাতুল দেববর্মণ

 

একটি পালক উড়ে এসে

পড়ল পায়ের কাছে

পায়ের তলায় হলুদ ঘাসে

দগ্ধ পোড়া দাগ

কে জ্বাললো কে জ্বেলেছে

রাখবে খবর কে

পালক কী তার দায় নিয়েছে

দাগ সে দেবে মুছে

 

পদ্মের পাতা ওড়ে না কখনো

পদ্যের পাতা ওড়ে

কীসের জোর দু-চার লাইনের

শেকড়হীন দোলে

জল ভাঙলেও জল সরে না

শব্দ ভাঙলে যায় সরে

কীসের আঘাত নবীন পদ্যে

কীসের আঘাত গদ্যে

 

রইলো রঙিন পালক-পাতা

বুকের ভেতর পদ্যে-গদ্যে বিঁধে