সে তার জীবনকে মেপেছিলো ফেসবুক-ইন্টারনেট
মধ্যরাতে আকাশে তাকালে তারার নাচন
অসংখ্য অজানা ঘাতক ছুরি হাতে ঘোরে –
হৃৎপিণ্ডে ঝড়ের কাঁপন;
সব কিছু বিজ্ঞানের রহস্যের আদি অন্ত বলে জানি।
কিন্তু সে হেঁটেছে বাঙালির অন্তরের জলাভূমি ঘেঁষে –
সে দেখেছে শস্যক্ষেতে লাউয়ের মাচা ছিন্নভিন্ন করে
গড়ে ওঠা অসংখ্য গার্মেন্টসে
বঞ্চনার রূপরেখা।
প্রভুদের হিংস্র নির্দেশে
হাইব্রিড মাছ, লবণাক্ত চিংড়ির ঘের
পশ্চিমাদের নিবিড় পরিহাস;
মনে মনে সে বুঝতে পেরেছিলো
অদূরেই ওঁৎ পেতে আছে বাঙালির সর্বনাশ।
অবশেষে শেষরাতে সে তার নিজস্ব জীবনকে
মেপেছিলো ফেসবুক-ইন্টারনেটে;
একা একা রক্তাক্ত আত্মহনন –
জীবনের দেহ থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে
মহাবিশ^ থেকে আদিসৃষ্টি
জল পড়ে পাতা নড়ে।
মধ্যরাতে আকাশে আকাশে জন্মমৃত্যু খিলখিল করে হাসে;
ঘাতকেরা মিশে থাকে ঘামে।
বেঁচে থাকার নেশায় নিমজ্জিত মানুষেরা
জীবনকে ভালোবাসে শুধু ভালোবাসে।