পরিযায়ী পাখিদের ছায়া

পৌরাণিক পৃষ্ঠা খুলে জেগে উঠছে দানব দেশে দেশে

মানুষের পৃথিবী উধাও, মাথাহীন  –  উদর ও লিঙ্গময়

ঊনমানুষের নিয়ত মিছিল দিকে দিকে

যে ঘাস জেনেছে জমিনে গজানো শেকড়ের পরম্পরা

তাকে আজ উপড়ে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত কতিপয় দুর্বিনীত হাত

বহুকাল ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা গাছকে বলা হলো –

‘এ ভূমি তোমার নয়। হেঁটে যাও পরিযায়ী পাখিদের

ছায়া গুনে গুনে অন্য কোনো মৃন্ময়ী ভূখণ্ডে’

পাতারাও আজ কাঁটাতার ডিঙানোর অপরাধে

কাঠগড়ায়, কালের ধর্মবক ডেকে যাচ্ছে দিগি¦দিক

ধূর্ত শেয়াল বলছে  –  ‘এ দেশ আমার’

রুক্ষ হায়েনা বলছে  –  ‘এ ভূমি আমার’

টিকটিকি কেবল বলেই যাচ্ছে  –  ‘ঠিক ঠিক ঠিক …’