পারহীন জলের মুর্শিদ

আসাদ মান্নান

নিজেকে হারিয়ে এক জলশিশু ডুবে যায় গহন আলোয়,
ঘুমন্ত মেঘের মতো মহাশূন্যে স্বপ্নডানা নিয়ে
যে ওড়ে নির্জন নীল আগুনের নিচে, সে এক জলের শিশু –
স্বপ্নে কিংবা জাগরণে ওই শিশু
মরমিয়া অন্ধকারে পাঠ করে আগুনের প্রকৃত জীবন :
শূন্য থেকে শুরু যার শূন্যে তার শেষ –
মাঝখানে দু’দিনের মায়াবতী সংসার ফানুস।

মেঘের অলিন্দে নীল ঘাগড়া পরে অন্ধকার নাচে;
নিশি কেঁদে ভোর হয় – ভোরের উজান টানে একা
বিরহী নদীর মতো তার আলো লালনের পায়ে হেঁটে যায়।
চৈতন্যে ঘুমের চরে মাঝে মাঝে ভেড়ার পালের মতো
আমাকে উদাস করে উদাসীন শাদা নদী চড়ে –
লালন সমুদ্রে আমি এক অন্ধ সাঁতারে নেমেছি –
দূরে কেন একা কাঁদে পারহীন জলের মুর্শিদ?